নবীজির দু’জন দাসী ছিলেন— মারিয়া কিবতিয়া ও রাইহানা কুরাজিয়া রা.।
মারিয়া কিবতিয়া বিনতে শামউনকে মিশর ও আলেজান্দ্রিয়ার অধিপতি মুকাওকিস উপঢৌকন হিসেবে পাঠিয়েছিলেন। তিনিই ছিলেন নবীজির পুত্র ইবরাহিম রা.-এর মাতা।
রাইহানা কুরাজিয়া এসেছেন বনি কুরাইজা থেকে। তিনি ইন্তেকাল করেন নবীজির ওফাতের পূর্বে বিদায় হজের ফিরতি পথে। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।
অনেকে আরও দু’জন দাসীর কথা বলেছেন— যয়নব বিনতে জাহাশ রা.-এর দেওয়া দাসী এবং কোনো এক যুদ্ধবন্দি দাসী।