মদীনাবাসীদের দ্বিতীয় বাইয়াত

নবুওয়াত প্রাপ্তির ১৩তম বছর মদীনা থেকে ৭৫ জনের অপর একটি প্রতিনিধি দল এসে রসূল (সাঃ) এর হাতে ইসলাম গ্রহণ করেন এবং রসূলকে সাহায্য ও আশ্রয় দানের অঙ্গীকার করেন। একে বায়আতে আকাবায়ে ছানিয়াহ বলা হয়।