খাদিজা (রাঃ) এর ব্যবসায়ী কাফেলার দায়িত্ব, সাথে মাইসারা

২৫ বছর বয়সে খাদিজা রাঃ এর ব্যবসায়িক দায়িত্ব নিয়ে রসূল (সাঃ )  সিরিয়ায় যান।  খাদিজা রাঃ তার গোলাম মাইসারাকেও সাথে পাঠান। এই সফর থেকে রসূল (সাঃ)  বিপুল লাভের সাথে ফিরে আসেন। সিরিয়ায় নাস্তুরা নামক এক পাদ্রী রসূল (সাঃ) চিনে ফেলেন। তবে এই যাত্রায় নবীজির কোন ক্ষতি হয়নি।