নবুওয়াতের ৭ম বছর মুহাররম থেকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সহ পুর্ন বনু হাশেম ও বনু আব্দুল মুত্তালিবকে মক্কার অন্যান্য সব গোত্র একত্রিত হয়ে বয়কট করে। ফলে আবু তালেব সকলকে নিয়ে শীয়াবে আবি তালেব নামক স্থানে আশ্রয় নেন। তিন বছর পর্যন্ত এই বয়কট ছিল।