মনযূরুল হক
আব্দুল মুত্তালিবের কন্যারা হলেন নবীজির স. এর ফুপু। তারা মোট ছয়জন— ১. সাফিয়া; তিনি যুবায়ের ইবনে আওয়াম রা.-এর মাতা, ২. আতিকা, ৩. বাররাহ, ৪. আরওয়া, ৫. উমাইমাহ, ৬. বাইযা; যাকে উম্মে হাকিম বলা হয়।
সাফিয়া রা. মুসলমান হন। তিনি হিজরত করেছেন এবং খন্দক যুদ্ধে এক ইহুদিকে হত্যা করেছেন। ২০ হিজরিতে ওমর রা.-এর আমলে তিনি মদিনায় ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।
এ-ছাড়া আতিকা ও আরওয়া ইসলাম গ্রহণ করেছেন কি না মতপার্থক্য আছে।