আমাদের দেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান। তবে সবাই সমানভাবে ইসলাম মানেন না। কেউ গুরুত্ব দিয়ে মানেন, কেউবা কম মানেন,তবে, সবার ভেতরেই ইসলামের প্রতি একটা ভালোবাসা আছে। নানান পরিবেশ ও পরিস্থিতির কারণে অনেকেই হয়তো নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারেন না, তবে, বুকের ভেতরে গোপনে প্রেমের চারাগাছটা ঠিকই লালন করেন।
এমন লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা কীভাবে যাবো? তাদের ভালোবাসার সাম্পানে জলসার আয়োজন করবো কীভাবে, এটা আমাদের কাছে একটা বিশেষ প্রশ্ন ছিল। এই বিশাল জনগোষ্ঠীকে ইসলাম ও ইসলামী পয়গাম ও গল্প শুনাতে হবে, যেমন ছোটবেলায় মায়েরা রাজপুত্তুরদের গল্প শোনায়, এভাবে রাজপুত্তুরদের গল্প শুনতে শুনতে সবাই বাস্তব জীবনের জন্য প্রস্তুতি নেয়। আমরা যে সঙ্কটের ভেতর দিয়ে সময় কাটাচ্ছি, আমাদেরও তো এমন একটা প্রস্তুত জনগোষ্ঠী দরকার। তাই না?
নবীজি ডট কম এমন গল্প ও বক্তব্যই যোগান দেবার চেষ্টা করবে!