আবু তালেবের সাথে সিরিয়া সফর (বাহীরা পাদ্রীর সাথে সাক্ষাৎ)

১২ বছর বয়সে চাচা আবু তালেবের সাথে নবীজি সিরিয়ার পথে রওনা হন। পথে বসারার  কাছে জারজীস ( উচ্চারণগুলো একটু তাহকিক করবেন )  নামক গির্জা অতিক্রম কালে সেখানকার পাদ্রী তাকে শেষ নবী হিসেবে চিনে ফেলেন এবং রোমানদের হত্যার আশঙ্কায় রসূলকে সিরিয়ায় যাতে বাধা দেন। তাই আবু তালিব রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্ল