হিলফুল ফুজুলে অংশগ্রহণ

ফুজ্জার যুদ্ধের অনিষ্ট থেকে বাচার জন্য এবং অসহায়দের সাহায্যের জন্য রসূলের চাচা যুবারের একটি সংগঠনের আহবান করেন। যার নাম রাখা হয় হিলফুল ফুজুল। এতে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অংশগ্রহণ করেন।