ইসরা ও মেরাজ

তায়েফ থেকে ফেরার পরের বছর আল্লাহ তাআলা রসূল (সাঃ)কে এমন এক  সম্মান দান করেন, যা অন্য কোন নবী বা রসূলকে দেয়া হয়নি। সে সম্মান হচ্ছে,  ইসরা ও মেরাজের সম্মান। রসূল (সাঃ) কে জিব্রাঈল ও মিকাইল (আঃ) মক্কা থেকে শুরু করে, পথে বিভিন্ন স্থানে থেমে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত  নিয়ে যান। এই ভ্রমণকে ইসরা বলা হয়। সেখান থেকে এক এক করে সাত আসমান, হাউজে কাউসার, জান্নাত, জাহান্নাম এবং সিদরাতুল মুন্তাহা পর্যন্ত নিয়ে যান। তারপর রসূল (সাঃ)  আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করেন।  আল্লাহ তাআলা এই সাক্ষাতে তার মাহবুবকে নামাজ হাদিয়া দেন। এই সব এক রাতেই সম্পন্ন হয়েছিল।