আমরা নবীজির জীবনের প্রেক্ষিতে অনেক জায়গার নাম শুনি। তবে এগুলো কোথায়, তা কি আমরা জানি? তাবুক কোথায়, হঠাৎ করে বলা কঠিন। নবী জীবনে বিবৃত নানা জায়গার অবস্থান বুঝতে সাহায্য করতেই এই ম্যাপ টাইমলাইন। মূল তথ্য ডঃ শওকী আবু খলিল রচিত ‘আতলাসুস সীরাতিন নাবাবিয়াহ’ থেকে সংগৃহীত। এছাড়াও বিভিন্ন সুত্র থেকে সাহায্য গ্রহণ করা হয়েছে।
ম্যাপ যেভাবে ব্যাবহার করবেন:
- ম্যাপের বাম কোনে ‘সীরাত ম্যাপ’ লেখার ডানের চিহ্নে ক্লিক করুন
- এবার আপনার পছন্দমত ঘটনায় ক্লিক করুন
- PC থেকে দেখলে কিবোর্ডের Ctrl চেপে ধরে মাউসের স্ক্রল হুইল দিয়ে ম্যাপ জুম ইন-আউট করতে পারবেন
- মোবাইল থেকে দেখলে ম্যাপটি জুম ইন-আউট করতে দুই আঙ্গুল ব্যাবহার করুন
-আইকন গাইড:
-লাল আইকনগুলো নবুওয়াত পূর্ব ঘটনাবলীর জন্য
-হলুদ আইকনগুলো মাক্কী জীবনের ঘটনাবলীর জন্য
-সবুজ আইকনগুলো মাদানী জীবনের ঘটনাবলীর জন্য